আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু’র সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী। এদিন রাজভবনে গিয়ে বর্তমান সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা’র সুযোগ্য নেতৃত্ব ও মার্গদর্শনে ত্রিপুরা সরকারের পর্যটন, পরিবহন, খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের চলমান বিভিন্ন জনহিতকর কর্মকান্ড ও পরিকল্পনা সম্পর্কে রাজ্যপালকে সবিস্তারে অবগত করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই দপ্তরগুলোর মাধ্যমে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার তরফ থেকে মন্ত্রী সুশান্ত চৌধূরীকে মূল্যবান পরামর্শ প্রদান করেন বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী।