আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া গড়ার আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় অত্যাধুনিক ও সুসজ্জিত একটি ভিডিও কনফারেন্স হলের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যস্তরে ই-অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা অফিস, মহকুমা শাসক অফিস ও বিডিও অফিসে ই-অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।