আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || জে আর বি টি প্রস্তাবিত রাজ্য সরকারের অর্থ দপ্তরে এল ডি সি পদে ১০ জনকে অফার প্রদান করা হয়। পাশাপাশি এই ১০ জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই অফার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।