আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ই ডিসেম্বর থেকে রাজ্যের ২০টি জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনে শাসক দল বিজেপি’র বিস্তারক যোজনা কার্য্যক্রমের সূচনা হতে চলেছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মুখ্য কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, মন্ত্রী বিকাশ দেবর্বমা সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১২ই ডিসেম্বর পাঁচ দিবসীয় এই কার্য্যক্রমকে সামনে রেখে বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়েজন করা হয়।
উল্লেখ্য, এদিনের বৈঠকে আসন্ন ২০২৪ সালে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি আসনে প্রার্থী কে হবেন তা নিয়েও চলে আলোচনা। তবে এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায়নি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরাকে।