আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর || আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার সরস্বতী পুজোর জন্য খুটি পুজোর আয়োজন করা হয়। এদিন ৪০নং ওয়ার্ডের অন্তর্গত বড়দোয়ালী স্কুল মাঠ প্রাঙ্গনে সরস্বতী পুজোর জন্য খুটি পুজোর মাধ্যমে প্রতিমা ও মন্ডপ তৈরীর কাজের শুভরাম্ভ হয়েছে। এদিন পূজো শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী বলেন, মোট ১৫ লক্ষ টাকার বাজেটে রয়েছে ৪০ ফুট উঁচু সরস্বতী প্রতিমা সহ সুসজ্জিত পূজো মন্ডপ। তিনি বলেন, পাশাপাশি আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামী সরস্বতী পুজোকে কেন্দ্র করে।