আইন মেনে ভাত জুটছে না – পথে অটো শ্রমিকরা

autoদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ এপ্রিল ।। শনিবার সাতসকালে বটতলা সন্নিহিত অঞ্চল যানজটের বেড়াজালে আটকে পরে – থেমে থাকা যানবাহন, পথচারী, উৎসুক মানুষের ভীড়ে জেরবার পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের ভীড় কমাতে প্রশাসন স্ট্যান্ডের সংখ্যা বৃদ্ধি করলেও একাংশ যান চালক ইচ্ছেমত যাত্রী পরিবহন করছে ফলে আইন মেনে যারা অটো চালাচ্ছেন তাদের জীবনে নেমে এসেছে দূর্বিসহ পরিস্থিতি। মালিকের পয়সার ভাগ দিতে গিয়ে নিজেদের শূন্যহাতেই বাড়ী যেতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে বটতলায় প্রশাসন আর ট্রাফিক দপ্তরের বিমাতৃসুলভ আচরনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বেশ কিচ্ছু শ্রমিক বটতলায় পথ অবরোধে সামিল হয়। ঘন্টাখানেকের অবরোধে মানুষের দুর্ভোগের সন্মুখীন হতে হয়। পথ অবরোধে সামিল অটো চালকরা বে-আইনী ভাবে পার্কিং আইন না মেনে, রাস্তা থেকেই প্যাসেঞ্জার তুলে নিচ্ছে ফলে নাগেরজলা স্ট্যান্ডের আইন মানা অটো চালকরা সংসার পরিজন নিয়ে না খেয়ে মরার মুখে। অনতিবিলম্বে প্রশাসন এবং ট্রাফিক দপ্তরের হস্তক্ষেপে বে-আইনী পার্কিং বন্ধ করার দাবী করেছে পথ অবরোধে সামিল অটো চালকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*