আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর || ২০২১ সালের ৮ই ডিসেম্বর বিজেপি থেকে প্রার্থী হিসেবে জয় লাভ করে আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্বভার কাধে তুলে নিয়েছিলেন দীপক মজুমদার। শুক্রবার (৮ই ডিসেম্বর, ২০২৩) দু’বছর সম্পূর্ণ হয়েছে। এই দু’বছর পূর্তি উপলক্ষে এদিন সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজো দিলেন মেয়র দীপক মজুমদার। এদিন তিজি ৫১ পীঠের ১ পিঠ মাতা ত্রিপুরেশ্বরীর মায়ের দর্শন লাভ করে মায়ের কাছে রাজ্যবাসী সুখ সমৃদ্ধি কামনা করেন।
এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।
পাশাপাশি এদিন আগরতলা পুর নিগমের প্রায় সবকটি পুর ওয়ার্ডেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন আগরতলা পুর নিগমের ৮নং, ১২নং, ১৬নং, ১৭নং, ১৯নং, ২০নং, ৩১নং, ৩৩নং, ৩৪নং, ৩৫নং, ৩৬নং, ৩৯নং ওয়ার্ডের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেয়র।
এদিন মেয়র দীপক মজুমদার বলেন, পুর বাসির জন্য কিছু কাজ করার মানসিকতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। অহংকার বুঝ যেন না আসে এবং স্বচ্ছভাবে যেন কাজ করে যেতে পারি এই আশা রাখছি।