বকাফা ও জোলাইবাড়ী ব্লকে প্রতি ঘরে সুশাসন মেলা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর || অন্তিম ব্যক্তির কাছে সরকারি সকল প্রকারের সুযোগ সুবিধা পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন মেলা। শনিবার বকাফা ব্লকের উদ্দ্যোগে পৃথক দুইটি জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিঘরে সুশাসন মেলা ২.০। শান্তিরবাজার মহকুমায় দুইটি ব্লক রয়েছে। বকাফা ব্লক ও জোলাইবাড়ী ব্লক। এই দুই ব্লকে সুশাসন মেলার আয়োজন করা হলেও দুইটি অনুষ্ঠানে ব্যাপক ব্যবধান লক্ষ্য করা যায়। জোলাইবাড়ী ব্লকে অতিরিক্ত সমিষ্টি উন্নয়ন আধিকারিক সুজিত দাস অনুষ্ঠানের আয়োজন করলেও অর্থ নয় ছয় করার জন্য শান্তিরবাজার সংবাদমাধ্যমকে আমন্ত্রন জানানো হয়নি। অপরদিকে জানা যায়, জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে আয়োজিত প্রতি ঘরে সুশাসন মেলায় সঠিকভাবে লোকজনদের পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে জোলাইবাড়ী ব্লকের এইধরনের হীন মানসিকতার জবাব দিতে বগাফা ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক অমৃতা মজুমদার ঘটা করে দুইটি জায়গায় পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। বকাফা ব্লকের অধীনে কাঞ্চননগর কমিউনিটি হলে ও গার্দ্দাং পঞ্চায়েতের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গার্দ্দাং পঞ্চায়েতের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলাপরিষদের সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।
অপরদিকে কাঞ্চননগর কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক, ডি সি এম সৌমেন দেব, ডি সি এম পবিত্র দাস সহ অন্যান্যরা।
বকাফা ব্লকের উদ্দ্যোগে আয়োজিত এই সুশাসন মেলায় বিভিন্ন দপ্তরের দেওয়া স্টলের মাধ্যমে লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। এই সুযোগ সুবিধাগুলি নেওয়ার জন্য ব্যাপকহারে লোকসমাগম ঘটে। এছারা এই দুইটি অনুষ্ঠানে প্রজেক্টারের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বেনিফিসারিদের কথোপকথনের দিকগুলি তুলে ধরা হয়। এই দুইটি অনুষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া বেনিফাসারীদেরকেও রাখা হয়েছে।  বকাফা ব্লকের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*