বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর || নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার পুর পরিষদের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় দেবনাথ বিগত ১০ বছর পূর্বে নলুয়া কাজীরখিল এলাকার বাসিন্দা সংগীতা দেবনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের অনেকদিন সুখের সংসার চললেও গত ২৭শে নভেম্বর বিউটি পার্লারের কাজ শিখবে বলে বাড়ি থেকে বের হয় স্ত্রী সংগীতা দেবনাথ। কিন্তু পরবর্তীসময় ঘরে আর ফিরে আসেনি উনার স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে শান্তিরবাজার থানার দারস্ত হয় স্বামী। স্ত্রীর নিখোঁজ হবার বিষয়ে ২৯শে নভেম্বর শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হন স্বামী।
এই নিখোঁজের ব্যাপারে স্বামী জানান, উনার স্ত্রী বাড়ি থেকে যাবার সময় নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভড়ী স্বর্নলঙ্কার নিয়ে যায়। অসহায় স্বামী এখন চাইছে প্রসাশন যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে উনার স্ত্রীকে ফিরিয়ে দেয়। উনার স্ত্রীকে অর্থের লোভে কেউ অপরহরন করেছে কিনা তা নিয়ে প্রশ্ন জাগছে স্বামীর মনে। এখন দেখার বিষয় নিখোঁজ গৃহবধূকে খুঁজে দিতে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।