আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর || দু’দিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসছেন সৌরভ গাঙ্গুলী। সোমবার (১১ই ডিসেম্বর, ২০২৩) বিকেলে রাজ্যে আসবেন ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের ব্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলী। রবিবার রাজধানীর গীতাঞ্জলী ট্যুরিজম গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি জানান, রাজ্য সফরে এসে সোমবার সন্ধ্যা ৬টায় এমবিবি বিমান বন্দরে পৌঁছাবেন সৌরভ গাঙ্গুলি। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন উজ্জয়ন্ত প্রাসাসে। সেখানে পর্যটন দপ্তরের সাথে সৌরভ গাঙ্গুলির চুক্তি পত্রের আদান প্রদান হবে। তিনি জানান, এরপর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা প্রদান করবেন। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন সৌরভ গাঙ্গুলি।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টায় তিনি চলে যাবেন ছবিমুড়া পর্যটন কেন্দ্রে। সেখানে রাজ্যের পর্যটন নিয়ে শুটিং করবেন সৌরভ গাঙ্গুলি। সেখান থেকে দুপুরে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাসে ফিরে এসে সেখানেও শুটিং করবেন তিনি। তারপর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের বিমানে কোলকাতা ফিরে যাবেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলন সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা এবং দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।