বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পিলাক এলাকায় অন্যান্য বছরের ন্যায় আগামী নতুন বছরের জানুয়ারী মাসে ৯, ১০ এবং ১১ তারিখে অনুষ্ঠিত হবে পিলাক প্রত্ন পর্যটন উৎসব। এই পর্যটন উৎসবকে কেন্দ্র করে সোমবার শান্তিরবাজার মহকুমাশাসকের উদ্দ্যোগে পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই আলোচনাসভার মধ্যদিয়ে মেলার দিনক্ষন থেকে শুরু করে কিভাবে তিনদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা করা হয়।
এদিন এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, দক্ষিন ত্রিপুরা জেলার জেলাপরিষদের সহ-সভাপতি বিভিষন চন্দ্র দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা।
এই আলোচনাসভা ফলপ্রসু হয়েছে বলে জানান মহকুমাশাসক। আলোচনাসভায় বিভিন্ন আলোচ্য বিষয়গুলি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য।