বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের উদ্দ্যোগে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। শান্তিরবাজার মহকুমায় বগাফা কৃষি দপ্তররের উদ্দ্যোগে বেতাগায় ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্দ্যোগে জোলাইবাড়ী বাজারে ধান ক্রয় করা হবে।এরইমধ্যে সোমবার বেতাগা ফুড গোডাউন প্রাঙ্গনে বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। এদিন এই ধান ক্রয়ের কাজ পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। এই পরিদর্শনে মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীব সেন, বগাফা কৃষি দপ্তরের এগ্রি সেক্টর অফিসার সুমিলি সরকার, শান্তিরবাজার মহকুমাশাসকের খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌঁধুরী, খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার সহ অন্যান্যরা।