রাজ্য সফরে এসে পর্যটনে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের অফিসিয়ালি দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || দু’দিনের রাজ্য সফরে এসেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা পর্যটনের ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। সোমবার রাজ্যে এসে সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদে এক্সচেঞ্জ অব এগ্রিমেন্ট অনুষ্ঠানে অংশ নেন তিনি। এদিন অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলির মধ্যে এক্সচেঞ্জ অব এগ্রিমেন্ট হয়। ত্রিপুরার পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলি পর্যটনে ত্রিপুরা সরকার তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করায় সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, ১৯৮৮ সালে তিনি প্রথম ত্রিপুরায় খেলতে এসেছিলেন। ৩৫ বছর পর এই রাজ্যেরই পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আসা একটা বিরাট ব্যাপার। তিনি বলেন, এই রাজ্যের পর্যটনকে দেশ ও বিশ্বের সামনে তুলে ধরার জন্য তিনি যথাযথ চেষ্টা করবেন। সৌরভ গাঙ্গুলি বলেন, এত সুন্দর রাজবাড়ি দেখে খুবই ভালো লাগছে। এখানকার সৌন্দর্য, ঐতিহ্য, সবাইকে আকৃষ্ট করবে।
এদিন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা পর্যটনের ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলির হাত ধরে রাজ্যে পর্যটন শিল্প আরও বিকশিত হবে। মন্ত্রী বলেন, সৌরভ গাঙ্গুলি আমাদের দেশের গর্ব। কয়েকমাস আগে তাকে পর্যটনের ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দেওয়ার সাথে সাথেই তিনি তা গ্রহণ করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মঙ্গলবার (১২ই ডিসেম্বর, ২০২৩) থেকেই প্রাক্তন ভারত অধিনায়ক গোটা বিশ্বের সামনে ত্রিপুরার পর্যটনকে তুলে ধরার কাজ শুরু করবেন।
এদিন উজ্জয়ন্ত প্রাসাদে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*