খেলাধুলা ডেস্ক ।। পাকিস্তানকে টানা দু-ম্যাচে হারিয়ে তিন-ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল বাংলাদেশ। রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তরুণ আজহার আলির নেতৃত্বাধীন পাক দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৯ রান তোলে পাকিস্তান। জবাবে মাত্র ৩৮.১ ওভারে ৩ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মাশরাফি মর্তুজার দল। এদিন বাংলাদেশের জয়ের প্রধান কাণ্ডারি ছিলেন ওপেনার তামিম ইকবাল। ১১৬ বলে ১১৬ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও একটি ছয়ে। এছাড়া ৬৫ রান করেন মুশফিকুর রহিম। ২-০ তে এগিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নিল বাংলাদেশ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তামিম।