আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেন। প্রতিবছরই রাজ্যে ওনার জন্ম দিবস যথাযোগ্য ভাবে পালন করা হয়। এবছরে উনার ১১০’তম জন্মবার্ষিকী পালন করা হবেগ যথাযোগ্য ভাবে। মেলাঘরের কেমতলীস্থিত অদ্বৈত মল্লবর্মণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আগামী বছরের ১লা জানুয়ারি থেকে অদ্বৈত মল্লবর্মনের ১১০’তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলার প্রস্তুতি হিসেবে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা জেলা সভাধিপতি, সিপাহীজলা জেলা সভাধিপতি প্রমুখ।