আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর || দু’দিনের ত্রিপুরা সফরে এসে মঙ্গলবার গোমতী ত্রিপুরা জেলার ছবিমুড়ায় প্রোমোশনাল শুটিং করেছেন পর্যটনে ত্রিপুরার ব্রান্ড এম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন ছবিমুড়ায় উপস্থিত হওয়ার পর উনাকে পুস্প স্তবকে স্বাগত জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা আধিকারিকরা।
ছবিমুড়ায় প্রোমোশনাল শুটিং শেষে পর্যটনে ত্রিপুরার ব্রান্ড এম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় চলে আসেন আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে। সেখানেও প্রোমোশনাল শুটিং-এ অংশ নেন তিনি।