আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর || মঙ্গলবার খোয়াইয়ে চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা ভবন ও কোয়ার্টার কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১০ শয্যা বিশিষ্ট চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির পাকা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ ২৮ হাজার টাকা।
এদিন এই স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জিবিপি হাসপাতালে ১১টি সুপার স্পেশালিটি পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭টি সুপার স্পেশালিটি বিভাগ চালু হয়েছে।
তিনি বলেন, আগে মানুষ উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যেতেন। বর্তমানে রাজ্যেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসার সুযোগ রয়েছে। রাজ্য থেকে রোগী রেফারের সংখ্যাও অনেক কমেছে।
এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধানসভার ট্রেজারি বেঞ্চের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রন প্রমুখ।