আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর || ত্রিপুরা রাজ্য ভিত্তিক ৮৪’তম মহিলা যুদ্ধ স্মৃতি দিবস পালন করা হয়। মঙ্গলবার খোয়াই জেলার গৌরনগর গ্রাম পঞ্চায়েত মাঠে আয়োজিত এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। সেখানে তিনি সমস্ত বীরাঙ্গনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন৷
মণিপুরী সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, ত্রিপুরা এবং অল মণিপুরী ইউনাইটেড ক্লাবস্ অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ দিবস পালন কর্মসূচীটি নারীদের অদম্য চেতনার প্রতি গৌরবপূর্ণ শ্রদ্ধা নিবেদন ও যুব সমাজের কাছে তাঁদের বীরত্বের গাঁথা তুলে ধরার জন্য এক উন্মুক্ত মঞ্চ প্রদান করে বলে এদিন জানান মন্ত্রী টিংকু রায়।