বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ায় সাউথ ত্রিপুরা বাস ওনার্স এসোসিশানের শাখা অফিস খোলার সিদ্ধান্ত সহ বিভিন্ন দিক নিয়ে বাইখোড়ায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুধবার এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন সাউথ ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশানের সভাপতি দেবব্রত সরকার, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সহ অন্যান্যরা।
এদিন সকলের উপস্থিতিতে দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশানের বিভিন্ন কর্মসূচীর কথা আলোচনা করা হয়।