বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ ডিসেম্বর || বুধবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে ইকোক্লাব পশ্চিম বকাফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের উদ্দ্যোগে প্লাষ্টিক ব্যবহারের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই কর্মশালার শুভসূচনা করলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠনে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দস সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্লাস্টিক বর্জনের জন্য সকলকে বিশেষ আহব্বান জানান। প্লাষ্টিক কিভাবে পরিবেশের পাশাপাশি লোকজনের ক্ষতি করে তা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে পশ্চিম বকাফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি আরো কিছু সংখ্যক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সকলের উপস্থিতিতে আলোচনার আলোচ্যবিষয় নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।