আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || “শক্তি পরিবর্তন, শক্তি নিরাপত্তা” এই স্লোগানকে সামনে রেখে রাজ্যে পালিত হল বিদ্যুৎ সংরক্ষণ দিবস। বৃহস্পতিবার রাজধানীর ৭৯ টিলাস্থিত উর্যা ভবনে বিদ্যুৎ সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা। এদিন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা।