আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || বাংলাদেশের প্রিমিয়ার সিমেন্ট সংস্থার চারজন প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমে মেয়রের অফিস কক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তারা। এদিন বাংলাদেশের প্রিমিয়ার সিমেন্ট সংস্থার চারজন প্রতিনিধির মধ্যে ছিলেন এফ সি এ মোহাম্মদ সেলিম রেজায়া, সংস্থার সম্পাদক কাজী মোহাম্মদ শাফিকর রহমান, সেল্ফ ম্যানেজার ডঃ শালাহ উদ্দীন এবং ইমপোর্টার চয়ন পোদ্দার। এদিন দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয় বলে জানান মেয়র দীপক মজুমদার।