দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ এপ্রিল ।। যতক্ষন দেহে শক্তি ততক্ষন সওয়ারী নিয়ে শহর প্রদক্ষিন, ইঞ্জিন বিহীন তিন চাকার রিক্সায় দু’পাই ভরসা। প্যাডেল চেপে গতরের সব শক্তি উজার করে দিয়ে রিক্সা টেনে দিনের শেষের রুটিতেই উদরপূর্ত্তি। যন্ত্র মানব নয় রক্ত মাংসের রিক্সা শ্রমিক পড়ন্ত বিকালে বটতলা ব্রিজের উপর সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে দু চোখের পাতা এক করে বিশ্রাম নিচ্ছেন। হয়তো চাল, ডালের পুজি হয়ে গেছে – তাই নিশ্চিন্তে দিনের শেষে বিশ্রামের পর হাঁটবেন বাড়ীর পথে।