আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || আগরতলা পুর নিগম এলাকায় পূজা উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবছরই পুরো নিগমের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়ে থাকে। এবছরও মোট ২১টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকে দিনক্ষণ এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগরতলা শহর ও শহরতলীর মোট ২১টি ক্লাবকে এবছর পুরস্কৃত করা হবে এক অনুষ্ঠানের মাধ্যমে। মহিলা পরিচালিত পূজা সহ বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার দেওয়া হবে সেরার সেরা। পাশাপাশি বাকি চারটি জোনালে ১৬টি পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে বলে জানান মেয়র দীপক মজুমদার।