আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || উমাকান্ত একাডেমীর ১৩৪’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উমাকান্ত এলামনির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর উমাকান্ত স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
The one & only exceptional Bengali Version online news & infotainment portal in Tripura.