বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর || আগামী জানুয়ারী মাসের ১৯, ২০ এবং ২১ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছ ‘পিলাক প্রত্ন পর্যটন উৎসব’। সোমবার পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে এই মেলাকে সামনে রেখে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিগতদিনে আলোচনা সভায় ৯, ১০ এবং ১১ই জানুয়ারী মেলার দিনক্ষন সিদ্বান্ত হয়েছে। রাজ্যো এই সময় বিধানসভা অধিবেশন বসবে। তাই মেলাতে আমন্ত্রিত মন্ত্রী, বিধায়ক উপস্থিত থাকতে পারবে না। তাই সকলের উপস্থিতিতে মেলা অনুষ্ঠিত করার লক্ষ্যে এদিনের এই আলোচনার মধ্যদিয়ে মেলার দিনক্ষন পরিবর্তন করা হয়। জানুয়ারি মাসের ১৯, ২০ এবং ২১ তারিখ অনুষ্ঠিত হবে পিলাক প্রত্ন পর্যটন উৎসব ২০২৪। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন বাইখোড়া হীমঘর সংলগ্ন বহু বছর ধরে অকেজো পড়ে থাকা পুরাতন হীমঘর পরিদর্শন করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। আগামী দিনে এলাকার উন্নয়নে কাজে ব্যবহার করা হবে এই হীমঘরটি বলে জানান তিনি।