আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর || এবার গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য অর্জন করে টি এস আর’র মহিলা টিম। ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR)-এ সদ্য নিয়োগ পাওয়া মেয়েরা গোমতী জেলার অমরপুর মহকুমার প্রত্যন্ত এলাকায় গাঁজা বিরোধী অভিযানে অংশ নেয় মঙ্গলবার। এই অভিযানে প্রচুর গাঁজা গাছ ধ্বংস করে টি এস আর’র মহিলা টিম।
তাদের অংশগ্রহণ এবং সাহসিকতা অবশ্যই রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আশাবাদী অভিজ্ঞ মহল।