আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর || রাজ্যের পরিবহন দপ্তরের আট জন নতুন লোয়ার ডিভিশন ক্লার্কের হাতে অফার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ের ৩নং কনফারেন্স হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে ৮জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে জনগণকে যেন হয়রানির শিকার না হতে হয় সেই দিকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যম যোগ্য প্রত্যাশীদের হাতে চাকুরী প্রদান করেছে রাজ্য সরকার।