আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর || সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে ভি স্তালিনের ১৪৫’তম জন্মদিবস পালন করে সিপিআই(এম)। বৃহস্পতিবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে জে ভি স্তালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তাছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র অন্যান্য নেতৃত্বরা।
উল্লেখ্য, ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন তিনি। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা। লেনিনের মৃত্যুর পর তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং সোভিয়েত ইউনিয়নের মন্ত্রীপরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।