বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ ডিসেম্বর || যুব সমাজকে নেশার করলগ্রাস থেকে মুক্তি দিতে ও হতাশাগ্রস্থ পিতা মাতাকে স্বস্তি প্রদানে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাক লেম্পের বাজারে এলাকায় সিকলা পিলাক খ্রীষ্টান ইউনিয়ানের উদ্দ্যোগে এইবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এডভান্স খিষ্টমাস ও ত্রিং ফেষ্টিবেল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রিয়াং জনজাতিদের বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী নিত্যের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর মজুমদার ত্রিপুরা, সংস্থার সভাপতি শীতল ত্রিপুরা, সম্পাদক মনচন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা। সিকলা পিলাক খ্রীষ্টান ইউনিয়ানের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।