দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ এপ্রিল ।। বিভিন্ন রাজনৈতিক দল আহুত কৈলাশহরে ২৪ ঘন্টা বন্ধ জীবন যাত্রার ব্যস্ততায় স্থবিরতা এনে দিয়েছে। স্কুল, কলেজ, সরকারী প্রতিষ্ঠান সহ বেসরকারী প্রতিষ্ঠান, দোকান পাট বন্ধ ছিল, পথ ঘাট ছিল শূনশান। মূলত বিগত ১৩ই এপ্রিল বুদ্ধ বিহারে গুলী সহ কৈলাশহরের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবীতে আহুত এই বন্ধে সমর্থন ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের।