বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ ডিসেম্বর || শান্তিরবাজার ডাকবাংলো সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরতর আহত হয় দুই যুবক। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় টি আর ০৮ এফ ৭৮৫৯ নম্বরের বাইক দুর্ঘটনার কবলে পরে। এই দুর্ঘটনায় বাইক আরোহী ও বাইক চালক গুরতর আহত হয়। শান্তিরবাজার দমকল বাহিনীদের তৎপরতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সময়মতো চিকিৎসা পরষেবা প্রদানে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই দুর্ঘটনায় আহতরা হলো মাইছড়ার বাসিন্দা দেবব্রত দে (২৫) ও কাঞ্চন নগর এলাকার বাসিন্দা নিতেশ রায় (২৫)।