আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর || ২৩শে ডিসেম্বর, শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে লিগ্যাল ও হিউম্যান রাইটস সেলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এখন থেকে প্রতিমাসে একবার করে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল রায় প্রমুখ।
এদিন এই বৈঠক শেষে রাজ্যের বর্ষিয়ান প্রাক্তন টি পি এস বুধীরাই দেববর্মণ ও তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মহিলা নেত্রী রিতা দেববর্মা কংগ্রেস দলে যোগদান করেন।