আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর || ২৩শে ডিসেম্বর, শনিবার ছিল ৫১৬১’তম গীতা যজ্ঞ দিবস। এই দিনেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। এরপর থেকেই এই দিনটিকে গীতা যজ্ঞ দিবস হিসেবে পালন করা হয়।
সেজন্য শনিবার আগরতলা ইসকন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং এক গীতাযজ্ঞের আয়োজন করা হয়। গীতার মহত্ব জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াই গীতা যজ্ঞের মূল উদ্দেশ্য বলে জানান ইসকন মন্দিরের মহারাজ।