বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরে গীতা যজ্ঞের আয়োজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ডিসেম্বর || গত ২৩শে ডিসেম্বর, ২০২৩ শনিবার ছিল মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী। প্রায় ৫ হাজার বছর পূর্বে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র প্রাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে বিশ্ববাসীর কল্যাণের জন্য গীতা জ্ঞান দিয়েছেন।
সমস্ত সমস্যার সমাধান গীতায় রয়েছে। তাই সকলকে প্রতিদিন একবার করে গীতা পরার জন্য বিশেষ আহব্বান জানালেন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস। প্রভু করুনেশ্বর মাধবদাসের উদ্দ্যোগে এদিন মন্দিরে গীতা যজ্ঞের আয়োজন করা হয়। এই গীতাযজ্ঞে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগ মঘটে। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এই গীতা যজ্ঞ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন প্রভু করুনেশ্বর মাধব দাস। প্রভু জানান, এই দিনে প্রভুজির উদ্দ্যোগে ১০০ জন ভক্তের মধ্যে গীতা দান করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*