বামুটিয়ায় বরিষ্ঠ কংগ্রেস কর্মীদের বাড়িতে প্রদেশ সভাপতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর || বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকায় বরিষ্ঠ কংগ্রেস কর্মীদের বাড়িতে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস, পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস সদস্য সুজিত পাল সহ অন্যান্যরা। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বামুটিয়া বিধানসভার অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকার বাসিন্দা প্রয়াত বরিষ্ঠ কংগ্রেস কর্মী অধীর চন্দ্র সাহার বাড়িতে গিয়ে উনার পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি তিনি কেশব চন্দ্র সিংহ, সুনীল সূত্রধরের বাড়ি পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলেন। পুরনো কংগ্রেস কর্মীদের বাড়িতে এই প্রথম কোনো কংগ্রেস সভাপতির আগমন ঘটলো এবং এতে কংগ্রেস কর্মীরা খুশি প্রকাশ করেন।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন, গত শুক্রবার বামুটিয়া বিধানসভার এক সময়কার সক্রিয় কংগ্রেস কর্মী অধীর সাহা প্রায়ত হন। এই খবর পেয়ে রবিবার অধীর চন্দ্র সাহার বাড়িতে যান এবং কথা বলেন উনার ছেলে অসীম সাহা সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে। এদিন তিনি প্রায়ত অধীর চন্দ্র সাহার আত্মার সদগতি কামনা করেন। পাশাপাশি ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রতি ঘরে কংগ্রেস কর্মসূচিকে বামুটিয়া ব্লক কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন প্রতি ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*