বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ডিসেম্বর || নিজের গ্রামের মানুষদের স্বাস্থ্য ভালো রাখতে রবিবার গ্রামের সুসম্তান ডাঃ অচিন্ত্য কুমার পালের উদ্যোগে মুহুরীপুর রাধা গোবিন্দ আশ্রমে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে বিভিন্ন বিষয়ে মেডিসিন, অস্থি, শল্য, চক্ষু, স্ত্রীরোগ, শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রসনজিৎ দাস, ডাইবেটিস বিশেষঞ্জ ডাঃ শান্তুনু দাস সহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়াও গ্রামীন মানুষের সাধ্যের বাইরে থাকা ফেবুস্ক্যান সমেত বিভিন্ন পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং ২০ জন রোগীকে আল্টাসোনগ্রাফি করানোর ব্যবস্থা করে দেওয়া হয় বিনামূল্যে। ২ বছর ধরে নিজের গ্রাম মুহুরীপুরের মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য শিবির করার উদ্যোগ নিয়েছেন তিনি। সকলের সহযোগিতায় ধারাবাহিকভাবে প্রতি বছর স্বাস্থ্য শিবির করতে চান বলে জানান, ডাঃ অচিন্ত্য কুমার পাল। edin এই স্বাস্থ্য শিবিরে ১,২০০ জন লোক চিকিৎসা পরিষেবা গ্রহণ করে।