রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে গোটা রাজ্যে সিপিআই’র ৯৯’তম প্রতিষ্ঠা দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর || ২৬শে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। এই দিনে ১৯২৫ সালে উত্তরপ্রদেশের কানপুরে এক সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। মঙ্গলবার সারা দেশের সাথে  রাজ্যেব্যাপী যথাযথ মর্যাদার সাথে ৯৯’তম প্রতিষ্ঠা দিবস পালন করে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ। এদিন সকাল ৯’টায় সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে যথাযথ মর্যাদার সাথে পার্টির ৯৯’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা হরিহর সাহা। উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য পরিষদের সহ-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ধনমনী সিনহা, বিক্রমজিৎ সেনগুপ্ত, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি সহ অন্যান্যরা।
সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে পার্টির ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য পরিষদের সদস্য অরুন সেনগুপ্ত। উপস্থিত ছিলেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা সুব্ররো দেবনাথ, বিভাস ভট্টাচার্যী, তপন নন্দী, রাকেশ দাস সহ অন্যান্যরা।
সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদের উদ্যোগে কাঞ্চনবাড়িস্থিত বিভাগীয় দপ্তর রাখাল রাজকুমার ভবনে সিপিআই’র ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই নেতা নীলকুমার সিনহা। উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই নেতা মনোরঞ্জন বসাক, সিপিআই নেতা টিকেন্দ্র মজুমদার, মৃনাল বসাক সহ অন্যান্যরা।
সিপিআই কুমারঘাট আঞ্চলিক পরিষদের উদ্যোগে পার্টির ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই নেতা নারায়ণ দেব। উপস্থিত ছিলেন সিপিআই কৈলাশহর বিভাগীয় সম্পাদক নীলমনি দেবে, সিপিআই নেতা চন্দন গোপাল দেব সহ পার্টির কর্মীসমর্থকরা।
কমলপুর মহকুমায় মানিকভাণ্ডারে যথাযথ মর্যাদার সাথে সিপিআই ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ। উপস্থিত ছিলেন সিপিআই কমলপুর বিভাগীয় সম্পাদক অজিত দাস সহ পার্টি কর্মীসমর্থকরা।
শান্তিরবাজার বিভাগে লক্ষীছড়ায় সিপিআই’র ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা পার্টির বিভাগীয় সম্পাদক সত্যজিৎ রিয়াং। উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য পরিষদের সদস্য মনোরঞ্জন ত্রিপুরা সহ পার্টি কর্মীসমর্থকরা।
সিপিআই বিশালগড় বিভাগীয় পরিষদের উদ্যোগে চড়িলামে সিপিআই’র ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই নেতা রহিম মিঞা। উপস্থিত ছিলেন সিপিআই বিশালগড় বিভাগীয় সম্পাদক অহীদ মিঞা, সিপিআই নেত্রী মমতাজ বেগম সহ পার্টি কর্মীসমর্থকরা।
বিলোনিয়া বিভাগে সিপিআই ৯৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বিকাশ দে। উপস্থিত ছিলেন সিপিআই নেত্রী শিল্পী দে সহ পার্টি কর্মীসমর্থকরা।
সিপিআই জিরানিয়া বিভাগীয় সাংগঠনিক পরিষদের উদ্যোগে সিপিআই’র ৯৯’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে। উপস্থিত ছিলেন সিপিআই জিরানিয়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়ন পাল সহ পার্টি কর্মীসমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*