আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচিকে কেন্দ্র করে দারুণ সারা পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে জুটমিল কোয়াটার কমপ্লেক্স মাঠে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। বুধবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। এদিনের অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রাণী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী প্রমুখ।