মমতাকে নিয়ে সারদা কেলেঙ্কারির ভয়ঙ্কর তথ্য ফাঁস!

mmtজাতীয় ডেস্ক ।। আলোচিত সারদা কেলেঙ্কারির সাথে সরাসারি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জড়িত। শুধু তাই নয় এই কেলেঙ্কারির সমস্ত অর্থ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার ছিল বলে অভিযোগ করেছেন এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কুণাল ঘোষ।
গতকাল সোমবার কলকাতার একটি আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে এমন অভিযোগ করেন তৃণমূলের বহিষ্কৃত এই সাংসদ।
আদালতে তিনি দাবি করেন, ‘সারদার কর্ণধার সুদীপ্ত সেন যখন পালিয়েছিলেন, তখন ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাখা ছিল সারদার সমস্ত টাকা। পরে তাঁর বাড়ি থেকেই সেই টাকা বিলি হয়েছিল সুদীপ্ত সেনের চ্যানেল চালানোর জন্য।’
এ সময় আদালতে উপস্থিত থাকা সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন কুনালের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন।
বিচারক অরবিন্দ মিশ্রের সামনে সুদীপ্ত বলেন, সারদার কোনো বিষয় নিয়ে মিথ্যা বলেননি তিনি। প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদে প্রযুক্তি ব্যবহার করা হোক। তখন কুণাল বলেন, ‘আদালতের সামনে আমাকে সত্য বলতে দিন।’ এভাবে দুজনের মধ্যে কথা-কাটাকাটিতে উপস্থিত আইনজীবীরা বিরক্ত হন।
কুণালের বক্তব্যকে শতাব্দীর সেরা কৌতুক বলে অভিহিত করেছেন তৃণমূলের নেতারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*