তেলিয়ামুড়া মহকুমায় বিরোধীরা অস্তিত্বহীন হয়ে পড়ছেঃ কল্যাণী রায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ ডিসেম্বর || আসন্ন লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রেই বিরোধী দল গুলি অস্তিত্বহীন হয়ে পড়ছে। মহকুমার প্রতিটি এলাকাতেই রোজই কোন না কোন জায়গাতে বিরোধী দলগুলি থেকে বিজেপি দলে যোগ দিচ্ছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে বিজেপি’র প্রতি আগ্রহ দিনকে দিনই বৃদ্ধি পাচ্ছে। বুধবার সন্ধ্যায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মন্ডল অফিসে ২৬ জন ভোটার বিজেপি দলে যোগ দেয়। নবাগতদের বিজেপি দলের পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায়।
শ্রীমতি রায় নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশে এখন নরেন্দ্র মোদি জির উন্নয়নমূলক গ্যারান্টির প্রতি রাখছে। সমাজের সব অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে মোদি সরকার। সম্প্রতি দেশের কয়েকটি বিধানসভা নির্বাচনে ফলাফল দেখিয়ে দিয়েছে দেশে এখন একটি গ্যারান্টি, আর সেটি হল নরেন্দ্র মোদিজীর উন্নয়নের গ্যারান্টি। আমাদের ত্রিপুরা রাজ্যে ও মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি সরকার রাজ্যের প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। উন্নয়নের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই রোজই বিরোধীদল ছেড়ে বিজেপি দলে সামিল হচ্ছে। শ্রীমতি রায় আরো বলেন, আসন্য লোক সভা নির্বাচনে দুটি আসনেই বিজেপি দল বিশাল ব্যবধানে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন।
এদিনের যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, গোপাল ব্রহ্ম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিকে মঙ্গলবারও তেলিয়ামুড়া মহাকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের রুপাছড়া শক্তি কেন্দ্রের অধীন ৩৮নং বুথে ৮ জন ভোটার বিজেপি দলে যোগ দেয়। বিজেপি খোয়াই জেলা সম্পাদক বিজন কর নবাগতদের হাতে বিজেপির দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহলের ধারণা বিজেপি দলে যেভাবে রোজই মহকুমাতে যোগদান চলছে তাতে আগামী লোকসভা নির্বাচনে বিরোধীরা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে বলেই ধারণা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*