আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || ২৮শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৯’তম প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৯’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে দলীয় পতাকা উত্তলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। পাশাপাশি কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনগুলোর নিজ নিজ পত্তাকা উত্তলন করা হয়।
এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পার্টির ধারাবাহিকতা বজায় রেখে যাঁরা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং দলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তাদের ও তাঁদের পরিবার পরিজনদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হবে।