প্রয়াত জননেতা সুরজিৎ দত্ত, শোকস্তব্ধ রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || প্রয়াত হলেন জননেতা সুরজিৎ দত্ত। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের ৭ বারের বিধায়ক সুরজিৎ দত্ত।
তিনি নিজ বিধানসভা কেন্দ্র সহ অনেক মানুষের কাছেই সুনু’দা নামে পরিচিত ছিলেন। ওনার এই প্রয়াণে শোঁকাহত রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ।
বৃহস্পতিবার দুপুর বারোটার পর প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের কফিনবন্দী দেহ আসে আগরতলা এম বি বি বিমানবন্দরে। সেখান থেকে শবদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণ এবং ত্রিপুরা বিধানসভায়। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু। এরপর সেখানে প্রয়াত জননেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন মন্ত্রিসভার সমস্ত সদস্য, সদস্যা এবং বিধানসভার জনপ্রতিনিধিরা।
তারপর নিয়ে আসা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি পার্টি অফিসে। সেখানে তাঁকে দলীয় পতাকা প্রদান করলেন বিজেপি’র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তারপর সেখান থেকে তাঁর দেহ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রামনগরবাসী সনু দা’কে শেষবারের মতন দেখতে জনতার ভিড় ছিল লক্ষণীয়। জনতার চোখে ছিল বিদায়ের জল।
সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে গার্ড অফ অনার মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*