বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ ডিসেম্বর || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভের পর থেকে নির্বাচনে দেওয়া পতিশ্রুতি থেকে শুরু করে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। সমতল এলাকার পাশাপাশি পাহাড়ী এলাকায়ও উন্নয়নমূলক কর্মসূচী চলছে এমনটাই দেখা যায়। বর্তমান সময়ে এডিসি এলাকা তিপ্রা মথা দলের দখলে। তিপ্রা মথা জনজাতিদের উন্নয়ের স্বার্থে কাজ করছে না। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে জনজাতিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। বিগত দিনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি বামেদের দখলে ছিলো। তখনকার সময়ে বাম বিধায়ক যশবীর বাবু জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়ন প্রকল্পে কোনো প্রকার কাজ করেননি। বর্তমান সময়ে ২০২৩’র বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকে অল্প কয়েকা মাসের মধ্যেই জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়িত করলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই উন্নয়নমূলক কর্মসূচীর জন্য সকলে মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজে মন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচীগুলি নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া জানা গেলো। সকলে মন্ত্রীকে এইধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। যার মধ্যে এই এলাকায় একটি ইটের সলিং রাস্তা নির্মাম করা হয়েছে, এলাকার লোকজনদের সুবিধার্থে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এলাকার লোকজনদের সরকারি ঘর ও ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। অল্প কয়েক মাসের মধ্যে এইধরনের উন্নয়নমূলক কর্মসূচী করা সত্বেও বিরোধী শিবিরের লোকজন উন্নয়নমূলক কাজগুলি স্তব্ধ করে দিতে মন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে পূ্র্ব পিলাক এলাকায় বামের কুফলের একটি চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমের মাধ্যমে লোকজনদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্যার কথা জানতে গেলে এলাকার জনপ্রতীনিধিরা জানান এলাকার উন্নয়নে একশান প্লেন হাতে নেওয়া হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে কাজগুলি বাস্তবাস্তবায়িত হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি বিরোধীরা সহ্য করতে পারছে না। তাই নানানভাবে লোকজনদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকেরদিনে আভাংছড়া এডিসি ভিলেজের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় সকলে মন্ত্রীর পাশে আছে। বিরোধীদের চক্রান্তের দৃষ্টান্তমূলক জবাব দেবে জনগন। সকলে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে আগামীদিনেও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার পাশে থাকবেন বলে জানান।