আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || ১৮’তম আঞ্চলিক সরস মেলার আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার। এদিন বিকেলে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত এই সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৮’তম আঞ্চলিক সরস মেলার ভাবনা হচ্ছে “দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি”।
এদিন মেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা স্বাবলম্বী না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মহিলা সশক্তিকরনে বিভিন্ন উদ্যোগ করেছেন। এরমধ্যে অন্যতম স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে নারী ক্ষমতায়ন। মুখ্যমন্ত্রী বলেন, সরস মেলায় বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত দিদিদের তৈরি সামগ্রী সকলের সামনে তুলে ধরার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, এলাকার বিধায়িকা মিনা রাণী সরকার প্রমুখ।