প্রধানমন্ত্রীর ধমকে কাঁদলেন মন্ত্রী গিরিরাজ, বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সোনিয়া গান্ধীর কাছে

mntজাতীয় ডেস্ক ।। সংসদ অধিবেশনের দ্বিতীয়দিনটিও ভালো কাটল না কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের৷ প্রথমদিন বিরোধীদের চাপে পড়ে বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয়েছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে৷ দ্বিতীয়দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধমক খেয়ে চোখ টলমল করছিল মন্ত্রীর৷
মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকের পরই নিজের অফিসে গিরিরাজের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী৷ সেই সময় নাকি গিরিরাজের সঙ্গে কড়া ভাষায় কথা বলেন মোদি৷
প্রধানমন্ত্রীর কাছে ধমক খেয়েই কান্নায় ভেঙে পড়েন গিরিরাজ৷ এ কথা অবশ্য মানতে নারাজ তিনি৷ গিরিরাজ বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিনি৷ কে বলল আমি কেঁদেছি? পরে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু বলেন, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না৷
উল্লেখ্য, গত মাসে এক বিতর্কিত মন্তব্য করেন গিরিরাজ সিং৷ তিনি বলেন, গায়ের রংয়ের জন্যই কংগ্রেস সভানেত্রী হতে পেরেছেন সোনিয়া৷ রাজীব গান্ধী যদি একজন নাইজেরীয় মহিলাকে বিয়ে করতেন এবং তার গায়ের রং যদি ফরসা না হত তাহলে কি কখনই তাকে জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ দায়িত্ব দেয়া হত?
এ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে রাজনাথ সিং বলেন, জাত-পাত-ধর্ম কোনো ক্ষেত্রেই বৈষম্যকে সমর্থন করে না কেন্দ্রের সরকার৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*