
দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২১ এপ্রিল ।। ত্রিপুরায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ সুপ্রাচীন কাল থেকেই পালন করে আসছে গড়িয়া উৎসব। আনন্দ, উচ্ছাস, বিশেষ উপাচারে গড়িয়া দেবতার কাছে প্রার্থনা জানানো হয় পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধির, কৃষি, ফসল উৎপাদনে গড়িয়া দেবতার আশীর্বাদ কামনা করা হয়। চৈত্রের শেষ দিন থেকে শুরু হয়ে ৭দিন চলে এই উৎসব। গড়িয়া পূজোতে ‘অছাই’ পুরোহিত হিসেবে গন্য হয়ে থাকেন। ডিম, মুরগী, কবুতর, পানীয় দিয়ে গড়িয়ার পূজোর শেষে দেবতা নিয়ে মানুষ আনন্দ, নাচে গানে গ্রাম প্রদক্ষিন করে থাকেন অংশ নেয় গ্রামবাসীরা। ত্রিপুরায় নানা স্থানে আয়োজন হয়ে থাকে গড়িয়া উৎসবের। ধর্মীয় পরম্পরার ঐতিহ্য বহন করে চলেছে গড়িয়া উৎসব।