আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি || আগরতলা পুর নিগমের ২ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার রাজধানীর প্রতাপগড় ব্রীজ সংলগ্ন এলাকায় ৪৩নং ওয়ার্ডের উদ্যোগে ১০০ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিন পুর নিগমের সাফাই কর্মী এবং এলাকার গরিব মা বোনদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪৩নং পুর ওয়ার্ডের কাউন্সিলার তথা আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দও সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ২০২১ সালে ৮ই ডিসেম্বর পুরবাসীর আশীর্বাদে বিজেপি দলের প্রার্থী হিসেবে জয় লাভ করে পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলাম। ৮ই ডিসেম্বর দু’বছর সম্পূর্ণ করেছি। পুরবাসীর জন্য কিছু কাজ করার মানসিকতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, অহংকার বোধ যেন না আসে এবং স্বচ্ছভাবে যেন কাজ করে যেতে পারি এই আশা রাখছি।