দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২১ এপ্রিল ।। ধর্মপ্রাণ মানুষদের কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অন্যরকম – পূজোপার্বণ, প্রার্থনা আর শুচি শুদ্ধতায় পালিত হয় দিবসটি। অক্ষয় তৃতীয়ার সঙ্গে সিদ্ধ পুরুষ শ্রী শ্রী রামঠাকুরের অলৌকিক সম্পর্ক যেমন দিনটিকে পবিত্র পরশের স্পর্শে ধন্য করেছে তেমনি বলা হয় অক্ষয় তৃতীয়াতেই শুরু সত্য যুগের। পৌরাণিক শ্রাস্ত্র অনুসারে এই পুণ্য দিবসেই ধরার বুকে ভাগীরথ গঙ্গাকে প্রবাহিত করেছিলেন। অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কাজের ফল অক্ষয় হওয়ার প্রার্থনায় ধর্মভীরু মানুষ শুভারম্ভ করে থাকে বিশেষ বিশেষ কাজের। মন্দিরে মন্দিরে ধর্মানুষ্ঠান, কীর্তনের ধ্বনিতে পরিস্ফুটিত হয় অক্ষয় তৃতীয়ার চিরন্তন রুপ।