আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || নারী নির্যাতন, সন্ত্রাস সহ রাজ্যে আরও ১০০টি মদের দোকানের লাইসেন্স দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে AIDSO, AIDYO এবং AIMSS। মঙ্গলবার রাজধানীর বটতলায় AIDSO, AIDYO এবং AIMSS এর যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়।